বাংলাদেশে বিচারিক সেবায় মাইকোর্ট অ্যাপ চালু
2022-06-11 19:38:49

ঢাকা, জুন ১১: বাংলাদেশের উচ্চ আদালত ও নিম্ন আদালতসমূহের বিচারিক সেবা ও তথ্য প্রদান প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ডিজিটাল সেবায় অনলাইন মনিটরিং ড্যাশবোর্ড এবং মাইকোর্ট অ্যাপ চালু করা হয়েছে। 

শনিবার দুপুরে ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্ট/আইন ও বিচার বিভাগ আয়োজিত অনুষ্ঠানে অনলাইন মোবাইল অ্যাপ মাই কোর্টের উদ্বোধন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।   

এ সময় পলক বলেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে বাংলাদেশের বিচারিক কার্যক্রমকে এগিয়ে নিতে মূলত এ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এ অ্যাপের মাধ্যমে সাধারণ গ্রাহক তার মামলার সর্বশেষ তথ্যাদি, সর্বশেষ আদেশ, পরবর্তী তারিখ এবং মামলার অবস্থা ইত্যাদি জানতে পারবেন। ৮টি জেলায় এ কার্যক্রম চালু করে পরবর্তীতে সারা দেশে এ সেবা চালু করা হবে বলেও জানানো হয়।

ঐশী/হাশিম