খালেদা জিয়ার হার্টে ব্লক, পরানো হয়েছে রিং
2022-06-11 19:36:16

ঢাকা, জুন ১১: বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে এবং ব্লক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।


তিনি বলেন, খালেদা জিয়ার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। এরই মধ্যে সেটিতে রিং পরানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক না হলেও স্থিতিশীল নয় বলে জানান তিনি।


এ সময় বর্তমানে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়। এর আগে শুক্রবার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।


এদিকে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হলে আইনি প্রক্রিয়া মেনে তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিন, খালেদা জিয়ার চিকিৎসার জন্যে দেশের বাইরে নেয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 


ঐশী/হাশিম।