‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম খাদ্যসংকটের মুখে বিশ্ব’
2022-06-10 19:20:10

জুন ১০: সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এই মর্মে সতর্ক করে দিয়েছে যে, মানবজাতি ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বৃহত্তম খাদ্যসংকট’-এর মুখোমুখি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যসংকটের মূল কারণ রুশ-ইউক্রেন সংকট ও পশ্চিমা দেশগুলোর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস বলেছেন, রুশ-ইউক্রেন সংঘর্ষ বিশ্বে খাদ্য, জ্বালানিসম্পদ ও অর্থনৈতিক ক্ষেত্র সংকট সৃষ্টি করেছে। এতে ১৬০ কোটি মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, বর্তমানে সবচেয়ে জরুরি কাজ হলো রুশ-ইউক্রেন সংঘর্ষ বন্ধ করা। এতে বিশ্বের খাদ্যের সরবরাহ-চেইন পুনরুদ্ধার হবে।

ভাষ্যকারদের মতে, আগেও বিশ্বজুড়ে খাদ্যসংকটের পেছনে যুক্তরাষ্ট্রের ছায়া ছিল। যুক্তরাষ্ট্রসহ কোনো কোনো দেশ বিশ্বের খাদ্যশস্যকে আধিপত্য বিস্তারের জন্য কাজে লাগায়। বিশ্বের খাদ্যশস্য ব্যবসার ৮০ শতাংশ নিয়ন্ত্রণকারী চারটি প্রধান প্রতিষ্ঠানের তিনটি হল মার্কিন কোম্পানি। তারা আন্তর্জাতিক বাজারে খাদ্যের মূল্য নিয়ন্ত্রণ করে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)