‘চীন তার সামর্থ্য অনুযায়ী শ্রীলংকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা দিয়ে যাচ্ছে’
2022-06-08 19:29:17

জুন ৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন বন্ধু ও প্রতিবেশী হিসেবে, নিজের সামর্থ্য অনুসারে, শ্রীলংকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা দিয়ে যাচ্ছে।

চাও লি চিয়ান আরও বলেন, চীন শ্রীলঙ্কাকে ৫০ কোটি ইউয়ান জরুরি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। সহায়তা হিসেবে ওষুধের প্রথম চালানও শ্রীলঙ্কায় পৌঁছেছে। চালের প্রথম চালানও কলম্বো গেছে। বিভিন্ন চ্যানেলের মাধ্যমে চীন শ্রীলঙ্কার সকল স্তরের মানুষের কল্যাণে বহুমুখী সহায়তা প্রদান করেছে ও করছে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, চীন তার দেশের ১০০ কোটি মার্কিন ডলারের ঋণের আবেদনে সাড়া দেয়নি। তিনি আরও অভিযোগ করেন, চীন তার কৌশলগত ফোকাস দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকায় স্থানান্তরিত করছে বলে মনে হচ্ছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)