স্বাস্থ্য খাতে সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানালেন তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট
2022-06-08 16:17:41

জুন ৮: চীনের একটি চীনা চিকিত্সা-সহায়ক দল গতকাল (মঙ্গলবার) তাঞ্জানিয়ার প্রেসিডেন্টভবনে সেদেশের প্রেসিডেন্ট আলী হাসান মুউনির সঙ্গে দেখা করে। এসময় তাঁর দেশের স্বাস্থ্য খাতে সহায়তার জন্য প্রেসিডেন্ট আলী চীনকে ধন্যবাদ জানান।

প্রেসিডেন্ট বলেন, চীনের সরকার দীর্ঘকাল ধরেই তাঁর দেশকে চিকিত্সা-সরঞ্জাম, ঔষধ ও চিকিত্সা-পরিসেবা সরবরাহ করে আসছে। চীনা প্রশিক্ষকদের প্রশিক্ষণে তাঁর দেশের চিকিত্সকদের কর্মদক্ষতা অনেক বেড়েছে।

সফরকালে চীনা চিকিত্সা-সহায়তা দল তাঞ্জানিয়ার স্বাস্থ্য বিভাগকে পোর্টেবল ইকোকার্ডিওগ্রাফি, ইলেক্ট্রোকার্ডিওগ্রাফ, ডিফিব্রিলেটর, অক্সিজেন কনসেনট্রেটর, ও বিভিন্ন ধরনের ওষুধ প্রদান করেছে। তা ছাড়া, দলটি চিয়াংসু প্রদেশের গণ-হাসপাতালের পক্ষ থেকে তাঞ্জানিয়ার একটি হাসপাতালকে ৩ লাখ ইউয়ান মূল্যের অস্ত্রোপচারের যন্ত্রও দান করে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)