‘আমেরিকা মহাদেশ শীর্ষ সম্মেলন’ থেকে তিনটি দেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ কিউবা
2022-06-07 16:55:36

জুন ৭: গতকাল (সোমবার) আমেরিকা মহাদেশের নবম শীর্ষ সম্মেলন থেকে কিউবা, ভেনিজুয়েলা ও নিকারাগুয়াকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে মার্কিন সরকার। এ ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হাভানা।

কিউবার সরকার এক বিবৃতিতে মার্কিন সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য, গণতন্ত্রবিরোধী ও স্বেচ্ছাচারিতা বলে আখ্যায়িত করেছে। যুক্তরাষ্ট্র এ সম্মেলনের আয়োজকদেশ।

বিবৃতিতে কিউবার সরকার আরও বলেছে, মার্কিন সরকার নিজের আধিপত্যবাদের হাতিয়ার হিসেবে আমেরিকা মহাদেশের শীর্ষ সম্মেলনকে ব্যবহার করার অপচেষ্টা করছে। দেশটি আঞ্চলিক বিচ্ছিন্নতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এবং এভাবে অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।  (ছাই/আলিম/ওয়াং হাইমান)