যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে অন্তত দেড়টি বড় গুলিবর্ষণের ঘটনা আশ্চর্যজনক: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-06-07 19:12:50

জুন ৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (মঙ্গলবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, মার্কিন ‘গান ভায়োলেন্স আর্কাইভস’ ওয়েবসাইটের পরিসংখ্যান অনুসারে, চলতি বছর যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৪৬টি বড় ধরনের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, যেগুলোর প্রতিটিতে ৪ জন বা তারচেয়ে বেশি লোক নিহত হয়েছেন। অন্যভাবে বললে, চলতি বছর এখন পর্যন্ত প্রতিদিন গড়ে দেশটিতে অন্তত দেড়টি বড় ধরনের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, যা আশ্চর্যজনক ও মর্মান্তিক।

মুখপাত্র আরও বলেন, বেশিরভাগ আমেরিকান চায় গুলিবর্ষণের এমন ঘটনা বন্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। বেশকিছু নতুন জরিপ অনুসারে, আমেরিকানদের অধিকাংশই বন্দুক সহিংসতাকে একটি গুরুতর সামাজিক সমস্যা হিসাবে দেখে থাকে।

উল্লেখ্য, গত ৩রা জুন যুক্তরাষ্ট্রে ‘রাষ্ট্রীয় বন্দুক সহিংসতা সচেতনতা দিবস’ পালিত হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় আয়োজিত অনুষ্ঠানে মার্কিন সরকারকে বন্দুক সহিংসতা থামাতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)