ইউক্রেনে নারী ও শিশুদের স্বার্থ রক্ষায় যুদ্ধবিরতির বিকল্প নেই: জাতিসংঘে চীনা প্রতিনিধি
2022-06-07 19:09:12


জুন ৭: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি তাই পিং গতকাল (সোমবার) নিরাপত্তা পরিষদের এক সভায় বলেছেন,  ইউক্রেনে শিশু ও নারীদেরকে যৌন-সহিংসতা ও পাচার থেকে বাঁচাতে যুদ্ধবিরতির বিকল্প নেই। কিয়েভে নির্বিচারে অস্ত্র প্রেরণ এবং সংশ্লিষ্ট দেশগুলোর ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ  এ সংকটকে বরং দীর্ঘায়িত করবে।

তিনি বলেন, ইউক্রেনের সংঘাতের ফলে সাধারণ মানুষকে বেশি মূল্য দিতে হচ্ছে। বিশেষ করে দেশটির নারী ও শিশুদের ওপর যুদ্ধের নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি। সংঘাতে জড়িত পক্ষগুলোর উচিত আন্তর্জাতিক আইন মেনে চলা এবং নারী ও শিশুদের ওপর যৌন-সহিংসতাসহ সবধরনের নির্যাতন বন্ধে ব্যবস্থা নেওয়া।

তিনি আরও বলেন, সহিংসতায় আহত ব্যক্তিদের চিকিত্সা ও  মনস্তাত্ত্বিক সেবা নিশ্চিত করা উচিত। পাশাপাশি, হাসপাতাল এবং অন্যান্য বেসামরিক স্থাপনাকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো উচিত নয়। যুদ্ধে যৌন-সহিংসতা একটি গুরুতর অপরাধ এবং এক্ষেত্রে উত্থাপিত যে-কোনো অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। (ওয়াং হাইমান/আলিম/ছাই)