ব্রিক্স দেশগুলো আর্থিক সহযোগিতা আরও গভীর হয়েছে
2022-06-07 10:35:27

জুন ৭: গতকাল (সোমবার) ব্রিক্সভুক্ত দেশসমূহের ২০২২ সালের দ্বিতীয় অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের ভিডিও বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই বছরের ব্রিক্সের আর্থিক সহযোগিতার ফলাফল নিয়ে ঐকমত্য হয়েছে এবং ব্রিক্সের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে।

চীনের অর্থমন্ত্রী লিউ খুন এবং পিপলস ব্যাংক অফ চায়নার গভর্নর ই কাং যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন।  বৈঠকে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং নীতিগত সমন্বয়, নতুন উন্নয়ন ব্যাংক, অবকাঠামো বিনিয়োগ, ব্রিকস আর্থিক থিঙ্ক ট্যাঙ্ক নেটওয়ার্কসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে অনুমোদিত যৌথ বিবৃতিতে আর্থিক সহযোগিতা জোরদার করার জন্য ব্রিক্স দেশগুলোর জন্য একটি অভিন্ন বক্তব্য এসেছে। যৌথ বিবৃতিতে বিশ্ব অর্থনীতিতে ব্যাঘাত ঘটা এবং আর্থিক ‘খণ্ডিতকরণের’ মতো নানা ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রস্তাবে জোর দিয়ে বলা হয় যে, বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থায় সব দেশের স্বার্থ উল্লেখ করা উচিত। শক্তিশালী, সবুজ ও স্বাস্থ্যকর বৈশ্বিক উন্নয়ন অর্জনের জন্য জাতিসংঘ ২০৩০ এজেন্ডা বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে বিবৃতিতে। লিলি/তৌহিদ/শুয়ে