কানাডিয়ান সামরিক বিমানের উস্কানিমূলক আচরণ অগ্রহণযোগ্য: চীনা মুখপাত্র
2022-06-06 19:02:23


জুন ৬: কানাডার একাধিক সামরিক বিমান সম্প্রতি উস্কানিমূলক আচরণ করেছে, যা অগ্রহণযোগ্য ও বিপজ্জনক। এতে উভয় পক্ষের ফ্রন্ট-লাইন কর্মীদের নিরাপত্তাই বিপন্ন হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিন আজ (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি কানাডার একাধিক সামরিক বিমান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের অজুহাতে চীনের বিরুদ্ধে উস্কানিমূলক আচরণ বাড়িয়ে দেয়। এতে দু’দেশের যুদ্ধবিমানগুলো মুখোমুখি অবস্থানে চলে আসে। অবশ্য, চীন এক্ষেত্রে যুক্তসঙ্গত, নিরাপদ ও পেশাদার প্রতিক্রিয়া দেখিয়েছে।

মুখপাত্র বলেন, কানাডাকে এ ব্যাপারে ভবিষ্যমে আরও সংযত আচরণ করতে হবে এবং এ ধরনের পরিস্থিতি ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)