যুক্তরাষ্ট্র ‘জবরদস্তিমূলক কূটনীতি’-র প্রবর্তক: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-06-06 19:03:06


জুন ৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লিচিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সাম্প্রতিক এক মন্তব্য খণ্ডন করে বলেন, চীন নয় বরং যুক্তরাষ্ট্র নিজেই ‘জবরদস্তিমূলক কূটনীতি’-র প্রবর্তক।

মুখপাত্র বলেন, চীন কখনই কোনো দেশের ওপর কোনো ইস্যুতে জোর-জবরদস্তি করে না এবং এ ধরনের আচরণেরও তীব্র বিরোধিতা করে। চীনা সংস্কৃতি অনুসারে, আপনি অন্যদের সঙ্গে এমন আচরণ করতে পারেন না, যে আচরণ আপনি নিজের জন্য পছন্দ করেন না।

তিনি বলেন, চীনা নীতি অনুসারে ছোট-বড় সকল দেশ সমান। চীন কখনই অন্য দেশকে হুমকি দেয় না; সামরিক জোটে বিশ্বাস করে না; নিজের চেতনা বা বিশ্বাস রপ্তানি করে না; বাণিজ্যযুদ্ধও শুরু করে না। চীন শুধু নিজের বৈধ অধিকার রক্ষার জন্য যা করা প্রয়োজন, তা করে।  (ওয়াং হাইমান/আলিম/ছাই)