যুক্তরাষ্ট্রের টেনেসিতে গুলিতে ৩জন নিহত, ১৪জন আহত
2022-06-06 10:55:01

জুন ৬: গতকাল (রোববার)ভোরবেলায়  যুক্তরাষ্ট্রের টেনেসির চ্যাটানুগায় একটি নাইটক্লাবে গোলাগুলিতে তিনজন নিহত এবং ১৪জন আহত হয়েছে।

তদন্তকারীরা মনে করছেন, একাধিক বন্দুকধারী গোলাগুলির ঘটনার সঙ্গে জড়িত ছিল, তবে এটি একটি স্বতন্ত্র ঘটনা। এতে জননিরাপত্তায় হুমকি তৈরি করেনি। এখনও তদন্ত চলছে।

 

গত শনিবার রাতে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় একটি গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত এবং ১১জন আহত হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ধারাবাহিক ভয়াবহ গুলির ঘটনায় বন্দুক সহিংসতা এবং ক্যাম্পাসের নিরাপত্তাসহ নানা বিষয়কে কেন্দ্র করে আবারও ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, বন্দুকের বিস্তার, স্বার্থবাদী গোষ্ঠী এবং রাজনৈতিক অক্ষমতা হলো যুক্তরাষ্ট্রে এ ধরনের ট্র্যাজেডির কারণ।

ইউএস ‘গান ভায়োলেন্স আর্কাইভস’ ওয়েবসাইট অনুসারে, এই বছর যুক্তরাষ্ট্রে ২৪০টিরও বেশি গুলির ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনায় কমপক্ষে চারজন হতাহত হয়েছে। গত ৫ মাসে বন্দুক সহিংসতায় ১৮ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

লিলি/তৌহিদ/শুয়ে