শেনচৌ-১৪ মানববাহী মহাকাশযানের সফল উৎক্ষেপণ
2022-06-05 17:07:57

জুন ৬: আজ (রোববার) সকাল ১০টা ৪৪ মিনিটে লংমার্চ-২এফ পরিবাহক-রকেটের সাহায্যে শেনচৌ-১৪ মানববাহী মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করেছে চীন। দেশের মানববাহী মহাকাশ প্রকল্প কার্যালয় এ তথ্য জানিয়েছে।

    কার্যালয় জানায়, উত্ক্ষেপণের প্রায় ৫৭৭ সেকেন্ড পর, শেনচৌ-১৪ মানববাহী মহাকাশযানটি সফলভাবে রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে মহাশূন্যের পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। নভোচারীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।

    এটি চীনের মানববাহী মহাকাশযান প্রকল্প শুরুর পর ২৩তম  ও মহাকাশকেন্দ্র নির্মাণসংশ্লিষ্ট তৃতীয় মানববাহী মিশন। এখন মহাকাশযানটি স্বয়ংক্রিয়ভাবে মহাকাশকেন্দ্রের মূল অংশের সাথে সংযুক্ত হবে। নভোচারীরা সেখানে আগামী ৬ মাস অবস্থান করবেন এবং বিভিন্ন গবেষণামূলক কাজ করবেন।  (ইয়াং/আলিম/ছাই)