যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার প্রাক-মহামারী পর্যায়ের চেয়ে বেশি
2022-06-04 17:04:40

জুন ৪: মার্কিন শ্রম মন্ত্রণালয়ের গতকাল (শুক্রবার) প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ছিল ৩.৬ শতাংশ, যা প্রাক-মহামারী পর্যায়ের চেয়ে বেশি।  মার্চ ও এপ্রিলেও বেকারত্বের এ হারই বজায় ছিল।     পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারির তুলনায় যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ০.১ শতাংশ পয়েন্ট বেশি এবং এতে ওই সময় দেশটিতে বেকারের সংখ্যা ৩ লাখ বেড়েছে। এর পাশাপাশি, ২ লাখ ৩৫ হাজার মানুষ ২৭ সপ্তাহেরও বেশি সময় ধরে বেকার আছে।

পরিসংখ্যান বলছে, মে মাসে যুক্তরাষ্ট্রের অ-কৃষি খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় ৩ লাখ ৯০ হাজার, যা এপ্রিলের চেয়ে কম। বিনোদন ও হোটেল খাতে কর্মসংস্থান মে মাসে ৮৪ হাজার, পেশাদার ও ব্যবসায়িক পরিষেবা খাতে কর্মসংস্থান ৭৫ হাজার,  ও উত্পাদন খাতে কর্মসংস্থান ১৮ হাজার বেড়েছে। কিন্তু ওই সময় খুচরা বাণিজ্য খাতে কর্মসংস্থান ৬১ হাজার হ্রাস পেয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মে মাসে নতুন অ-কৃষি খাতে কর্মসংস্থান বৃদ্ধি ২০২১ সালে এপ্রিলের পর থেকে সর্বনিম্ন স্তরে নেমেছে, যা আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার আরও অবনতির ইঙ্গিতবহ। (ইয়াং/আলিম/ছাই)