ভারতীয় কূটনৈতিক প্রতিনিধিদলের আফগানিস্তান সফর
2022-06-03 15:34:14

জুন ৩: গতকাল (বৃহস্পতিবার) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জেপি সিংয়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল আফগানিস্তানের রাজধানী কাবুল সফর করেছে। তালেবান অন্তর্বর্তী সরকার গঠনের পর ভারতীয় কূটনৈতিক প্রতিনিধিদল এই প্রথমবারের মতো আফগানিস্তান সফর করলো এবং আফগান অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করলো। আফগান অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন।

 

আফগান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেন, কাবুলে ভারতীয় প্রতিনিধিদলের সফর হলো আফগানিস্তান-ভারত সম্পর্কের একটি  ‘ভাল সূচনা’। বৈঠকে প্রধানত ভারত-আফগানিস্তান কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষীয় বাণিজ্য ও মানবিক সহায়তা নিয়ে আলোচনা করা হয়েছে।

(লিলি/তৌহিদ/শুয়েই)