অবকাঠামো নির্মাণে আর্থিক প্রতিষ্ঠানে সহায়তা বাড়ানো যাবে: পিবিসি
2022-06-03 15:27:18

জুন ৩: অবকাঠামো নির্মাণে আর্থিক সহায়তার বিষয়ে দ্য পিপলস ব্যাংক অফ চায়না জানিয়েছে যে, কেন্দ্রীয় ব্যাংক ঋণের কাঠামো অপ্টিমাইজ করবে, ঋণ বাড়াবে, মূল প্রকল্পগুলোর সঙ্গে সংযোগ জোরদারে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গাইড করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রকল্প উদ্বোধন ও নির্মাণ দ্রুত করবে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে- পরিবহন, জ্বালানি, জলসেবা এবং তথ্যসহ গুরুত্বপূর্ণ খাতের অবকাঠামো নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা করে মূল প্রকল্পের তালিকা বাছাই করা হবে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাঝারি ও দীর্ঘমেয়াদি ঋণের চাহিদা পূরণ করা হবে।

দ্য পিপলস ব্যাংক অফ চায়নার মুদ্রানীতি বিভাগের প্রধান চৌ লান বলেন, অবকাঠামো খাতের ঋণ প্রদানের ক্ষমতা উন্নত করা হবে। ভবিষ্যতে আর্থিক সহায়তা বৃদ্ধির জন্য বাণিজ্যিক ব্যাংক এবং সামাজিক পুঁজির ব্যবহার অব্যাহত থাকবে। বৃহৎ রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এবং যৌথ-স্টক ব্যাংকগুলোর সুবিধাকে কাজে লাগানো হবে।

লিলি/তৌহিদ/শুয়েই