পোল্যান্ডের অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা অনুমোদন করলো ইউরোপীয় কমিশন
2022-06-02 11:06:06

জুন ২: আজ (বৃহস্পতিবার) ইউরোপীয় কমিশন পোল্যান্ডের অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা অনুমোদন করার কথা ঘোষণা করেছে। ফলে দেশটিকে  ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২৩ বিলিয়ন ইউরো ভর্তুকি এবং ১১.৫ বিলিয়ন ইউরো দীর্ঘমেয়াদী ঋণ হিসেবে প্রদান করবে।

 

এদিন কমিশন প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পোল্যান্ডের সংশ্লিষ্ট পরিকল্পনার ইতিবাচক পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট অর্থ দেশটির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ বিনিয়োগ ও বেশ কয়েকটি সংস্কার ব্যবস্থায় ব্যবহার করা হবে।

 

ইইউ’র নিয়ম অনুযায়ী, কমিশনের পর্যালোচনাকে ইউরোপীয়  কাউন্সিল আগামি চার সপ্তাহের মধ্যে বিচার ও অনুমোদন করবে।

 

(প্রেমা/এনাম/রুবি)