চীন যুক্তরাষ্ট্রকে সিনচিয়াং ইস্যুতে হস্তক্ষেপ না-করার তাদিগ দিয়েছে
2022-06-02 18:54:18

জুন ২: যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘উইগুর বাধ্যতামূলক শ্রম প্রতিরোধ প্রস্তাব’ চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মানবাধিকারের বিরুদ্ধে অপবাদ। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন।

 

সাংবাদিকের প্রশ্নের জবাবে চীনা মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের ‘উইগুর বাধ্যতামূলক শ্রম প্রতিরোধের প্রস্তাব’ বাস্তবতা উপেক্ষা করে চীনের অভ্যন্তরীণ ব্যাপারের হস্তক্ষেপ করেছে, গুরুতরভাবে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম লঙ্ঘন করেছে, বাজারের নিয়ম ও বাণিজ্যিক নৈতিকতা লঙ্ঘন করেছে। চীন এর তীব্র বিরোধিতা করে। ওই প্রস্তাব কার্যকর হলে গুরুতরভাবে চীন-মার্কিন প্রতিষ্ঠানের স্বাভাবিক সহযোগিতায় বাধা পড়বে এবং বিশ্বের সরবরাহ চেইনের স্থিতিশীলতা নষ্ট হবে। অবশেষে যুক্তরাষ্ট্র নিজেও এতে ক্ষতিগ্রস্ত হবে।

 

মুখপাত্র আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রকে সিনচিয়াং ইস্যুতে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং চীনের উন্নয়ন প্রতিরোধ না-করার তাগিদ দেয়। তা নাহলে চীন শক্তিশালী পাল্টা ব্যবস্থা নেবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)