লুশান জেলায় ভূমিকম্প-কবলিত ব্যক্তিদের যথাযথভাবে পুনর্বাসন করা এবং ছোট দুর্যোগ রোধে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে
2022-06-02 18:54:20

জুন ২: গতকাল (বুধবার) বিকাল ৫টায় সিছুয়ানের ইয়াআন শহরের লুশান জেলায় ৬.১ মাত্রার ভূমিকম্প হয়েছে, যার কেন্দ্রের গভীরতা ছিল ১৭ কিলোমিটার। বিকাল ৫টা ৩ মিনিটে ইয়াআন শহরের বাওশিং জেলায় ৪.৫ মাত্রার ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে তা তৈরি হয়েছে। ভূমিকম্পের পর রাষ্ট্রীয় পরিষদের ভূমিকম্প প্রতিরোধ, ত্রাণ কার্যালয় ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ অবিলম্বে তৃতীয় স্তরের জাতীয় জরুরি প্রতিক্রিয়া চালু করেছে। দিকনির্দেশনা দিতে ঘটনাস্থলে একটি কর্মগ্রুপ পাঠিয়েছে এবং ভূমিকম্প-কবলিত এলাকায় ব্যাপক জাতীয় অগ্নি উদ্ধার বাহিনী প্রেরণ করেছে।

জরুরি ব্যবস্থাপনা বিভাগের কমান্ড সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের পর দেশ ও অঞ্চলের জরুরি, অগ্নিনির্বাপন বিভাগ, চিকিৎসা ও যোগাযোগসহ নানা বিভাগ অবিলম্বে কয়েক দফায় দুর্যোগ এলাকায় পৌঁছেছে। দুর্যোগ-কবলিত মানুষের পুনর্বাসন, রাস্তা মেরামত, চিকিৎসা, বিদ্যুৎ যোগাযোগ নেটওয়ার্ক পুনরুদ্ধার ইত্যাদি কাজ করছে তারা।

আজ (বৃহস্পতিবার) সকাল ৬টা পর্যন্ত সিছুয়ান প্রদেশের ইয়াআন, আবা ও লেশানসহ বিভিন্ন এলাকার ৬১০০ জনেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চারজন নিহত এবং ২৫জন আহত হয়েছেন। ৫৩৫০ মানুষকে জরুরি ভিত্তিতে স্থানান্তর করা হয়েছে। ভূমিকম্প-কবলিত এলাকায় শিগগিরি ফের ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।

লিলি/তৌহিদ/শুয়ে