চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলির মধ্যে স্বাভাবিক সহযোগিতাকে কলঙ্কিত করেছে যুক্তরাষ্ট্র
2022-06-01 19:13:57

জুন ১: গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আরডার্নের সঙ্গে সাক্ষাৎ করেছেন।  দু’পক্ষ একটি যৌথ বিবৃতিতে বলেন, তারা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান কৌশলগত প্রতিযোগিতার বিষয়ে উদ্বিগ্ন, চীন ও সলোমন দ্বীপপুঞ্জের মধ্যে নিরাপত্তা সহযোগিতার কাঠামো চুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে, দক্ষিণ চীন সাগর, অন্যান্য জল নৌযান ও ওভার-ফ্লাইটের স্বাধীনতার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে তাইওয়ান, সিনচিয়াং ও হংকং-সম্পর্কিত ইস্যুতে চীনকে অভিযুক্ত করা হয়েছে।

 

জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন বুধবার বলেন, যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলির সঙ্গে চীনের স্বাভাবিক সহযোগিতাকে কলঙ্কিত করেছে, ইচ্ছাকৃতভাবে দক্ষিণ চীন সাগর ইস্যুতে সমস্যা সৃষ্টি করেছে, তাইওয়ান, সিনচিয়াং ও হংকং ইস্যুতে হস্তক্ষেপ করেছে। চীন সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে সহযোগিতার বিষয়ে অবস্থান। সেখানে সামরিক ঘাঁটি স্থাপনের কোন ইচ্ছা চীনের নেই। এই খবর প্রচারের পেছনে যুক্তরাষ্ট্রের গোপন উদ্দেশ্য রয়েছে। তারা চীনকে কলঙ্কিত করার জন্য মিথ্যা বলেছে।

(জিনিয়া/তৌহিদ)