অভিযান শুনে পালিয়েছেন চাল ব্যবসায়ীরা
2022-06-01 16:56:08

ঢাকা, জুন ০১ :বাংলাদেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণ ও অবৈধভাবে মজুত ঠেকাতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালানোর সময় ব্যবসায়ীদের অনেকে দোকানপাট ফেলে পালিয়েছেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মর্জিনা আক্তার বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এদিন দুপুর ১২টার পর কারওয়ান বাজারের কিচেন মার্কেটে চালের আড়তগুলোতে অভিযান শুরু হয়। তিনি বলেন, কোন দোকানেরই লাইসেন্স ঠিক মতো পাওয়া যাচ্ছে না। চালের মজুতের হিসেবেও গরমিল রয়েছে। অভিযান শুরুর পর অনেক ব্যবসায়ী দোকান ফেলে চলে গেছে।

 

মর্জিনা আক্তার বলেন, পাইকারি দোকানগুলোতে চালের অতিরিক্ত দাম রাখা হচ্ছে কি না সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে দোকানের বৈধ লাইসেন্স বা অনুমোদন রয়েছে কি না, তা-ও দেখা হচ্ছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর চালের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় অবৈধ মজুতদারদের বিরুদ্ধে খাদ্য মন্ত্রণালয়ের গঠিত আটটি টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভি/শান্তা