রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা কমিয়ে প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করবে ইইউ
2022-06-01 10:04:19

জুন ১: গতকাল (মঙ্গলবার) ইউরোপীয় ইউনিয়নের বিশেষ শীর্ষসম্মেলন সমাপ্ত হয়েছে।তাতে রাশিয়ার ওপর তেল পরিবহনে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করে রাশিয়ার উপর নির্ভরতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ।


ইউরোপীয় পরিষদ প্রকাশিত দলিলে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের সংঘর্ষের কারণে ইইউ’র কৌশলগত পরিবেশেও গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে, তাই প্রতিরক্ষা ও নিরাপত্তায় ইইউ’র আরো শক্তিশালী হতে হবে।


জরুরি ব্যাপার হিসেবে ইইউ স্বল্পকালীন প্রতিরক্ষা চাহিদা মেটাতে অস্ত্র সরঞ্জাম কিনবে, বিশেষ করে ইউক্রেনকে  সমর্থন দেবে, এবং ন্যাটোর সাথে পারস্পরিক পরিপূরক প্রতিরক্ষা কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করবে।


তাছাড়া, ‘রিপাওয়ার ইইউ’ জ্বালানি সম্পদ পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে রাশিয়ার জ্বালানি সম্পদের ওপর থেকে  নির্ভরশীলতা কমাবে। জ্বালানি সম্পদ রূপান্তরের মাধ্যমে আরো সহনশীল ও পারস্পরিক যোগাযোগের জ্বালানি সম্পদ ব্যবস্থা গড়ে তুলবে।


দলিলে আরো বলা হয়েছে, সক্রিয় ব্যবস্থা নিয়ে ইউক্রেনের কৃষিজাত দ্রব্যের রপ্তানিতে সহায়তা দেবে ইইউ, যাতে বিশ্বের খাদ্যশস্যের নিরাপত্তা নিশ্চিত করা যায়।


উল্লেখ্য, গত ৩০ মে রাতে রাশিয়ার ওপর ষষ্ঠ দফা নিষেধাজ্ঞা জারি করতে একমত হয়েছেন ইইউ দেশগুলোর নেতারা। এখনই ৭৫ শতাংশ রুশ তেল আমদানি বন্ধ  এবং চলতি বছরের শেষ দিকে তা ৯০ শতাংশে হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়াকে আর্থিকভাবে দুর্বল করা এবং যত দ্রুত সম্ভব রাশিয়া ও ইউক্রেন সংঘর্ষের অবসান ঘটানোর লক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।(সুবর্ণা/এনাম/রুবি)