চীন-মার্কিন সম্পর্ক নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
2022-05-31 19:16:44

মে ৩১: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (মঙ্গলবার) ‘হেনরি কিসিঞ্জার ও চীন-মার্কিন সম্পর্ক’-বিষয়ক সেমিনারে ভিডিও বক্তৃতা দিয়েছেন।

হেনরি কিসিঞ্জারের মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিদের চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নে সমর্থন করার প্রশংসা করে বলেন, একটি সহনশীল, নিরাপদ বিশ্ব গড়ে তোলা হল চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন দায়িত্ব। পরস্পরের সম্পর্ক ভালো রাখা  চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থের বিষয়।

 

ওয়াং ই বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। যদি যুক্তরাষ্ট্র তাইওয়ান সমস্যায় বার বার ভুল করে, তাহলে দেশটি নিজেও এতে ক্ষতিগ্রস্ত হবে। চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো অবনতি করা ঠিক হবে না। সঠিক বিষয়টি বাছাই করতে হবে।

 

ওয়াং ই আরো বলেন, কৌশলগত চেতনাকে ঠিক করতে হবে, স্নায়ুযুদ্ধের চিন্তাধারা ছেড়ে দিতে হবে, রাজনৈতিক ভিত্তি সুসংবদ্ধ করতে হবে, সঠিকভাবে মতভেদ দূর করতে হবে এবং বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ করতে হবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)