পাকিস্তান সরকার ও পাকিস্তানের তালিবান অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে
2022-05-31 18:21:04

মে ৩১: পাকিস্তানের ‘ডন’ পত্রিকার আজ (মঙ্গলবার) এক প্রতিবেদনে জানায়, পাকিস্তান সরকার এবং পাকিস্তানের তালিবান অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ানো, সীমান্ত এলাকায় প্রায় ২০ বছরের পুরনো সশস্ত্র সংঘাতের অবসানের আলোচনা চালাতে সম্মত হয়েছে।

যুদ্ধবিরতি ৩০মে শেষ হওয়ার কথা ছিল, তা বাড়ানো হয়েছে। এতে দেখা যায়, আফগানিস্তানের রাজধানী কাবুলে দুই পক্ষ আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

 

পাক প্রতিনিধিদল এবং পাক তালিবান প্রতিনিধিদল আলাদাভাবে অন্তর্বর্তী আফগান সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে আলোচনা করেছে। আখুন্দ বলেন, যুদ্ধবিরতি চুক্তি সময়সীমা ছাড়াই বাড়ানো উচিত। এরপর দু’পক্ষ যৌথ বৈঠকে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ানো এবং সংঘর্ষের অবসান ঘটানোর আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।

অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

জিনিয়া/তৌহিদ/শুয়েই