তাইওয়ান ইস্যুটি সম্পূর্ণরূপে চীনের অভ্যন্তরীণ বিষয়: চীনা মুখপাত্র
2022-05-30 19:03:26

মে ৩০: আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন তাইওয়ান সম্পর্কে ক্যাম্বোডিয়ার প্রেসিডেন্ট সামদেচ হুনসেনের মন্তব্যের প্রশংসা করে বলেন, বিশ্বে একটি চীন আছে। তাইওয়ান হলো চীনের একটি অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীন সরকার হলো চীনের একমাত্র বৈধ সরকার। এটিই আন্তর্জাতিক সমাজের মতৈক্য। তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার এবং বাইরের কোনো হস্তক্ষেপ অনুমোদিত নয়। চীন দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করে এবং বিচ্ছিন্নতাবাদের বিরোধিতা করে। জাতীয় ঐক্য অর্জন একটি ন্যায়সঙ্গত বিষয়; যা ইতোমধ্যেই ক্যাম্বোডিয়াসহ আন্তর্জাতিক সমাজের সমর্থন পেয়েছে এবং তা অব্যাহত থাকবে।

লিলি/তৌহিদ/শুয়ে