শেনচৌ-১৪ মহাকাশযান পরিবাহক রকেট উত্ক্ষেপণ এলাকায় নেওয়া হয়েছে
2022-05-30 19:18:14

 


মে ৩০: চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিস গতকাল (রোববার) জানায়, শেনচৌ-১৪ মানববাহী মহাকাশযান এবং লং মার্চ ২-এফ পরিবাহক রকেট কম্বিনেশন উৎক্ষেপণ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

কম্বিনেশনের মোট উচ্চতা প্রায় ৬০ মিটার, প্রায় ২০তলা উঁচু এবং টেক অফের ওজন প্রায় ৪৮০ টন।

জানা গেছে, লং মার্চ ২-এফ পরিবাহক রকেট হল চীনের একমাত্র রকেট যা বর্তমানে মানববাহী মিশন সম্পন্ন করতে পারে।

বর্তমানে, উৎক্ষেপণ কেন্দ্রের সুবিধা ও সরঞ্জামগুলি ভালো আছে এবং এসবের বিভিন্ন পরীক্ষা করা হবে।

 

জিনিয়া/তৌহিদ/শুয়েই