আমেরিকার শীর্ষসম্মেলন থেকে কিছু দেশকে বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রকে এএলবিএ’র নিন্দা
2022-05-28 19:08:15

মে ২৮: গতকাল (শুক্রবার)  কিউবার রাজধানী হাভানায় ২১তম ‘বলিভারিয়ান অ্যালায়েন্স অফ আমেরিকাস’-এর শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আমেরিকা মহাদেশের আসন্ন নবম শীর্ষসম্মেলন থেকে কিছু দেশকে উদ্দেশ্যমূলক বাদ দেওয়ার জন্য নিন্দা জানিয়েছে অংশগ্রহণকারীরা। সম্মেলনে বলা হয়- আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত পশ্চিম গোলার্ধের অনেক দেশের সম্পর্কে গুরুতর আঘাত করেছে।

 

কিউবা, ভেনিজুয়েলা, বলিভিয়াসহ সামিটের সদস্য রাষ্ট্রগুলোর সরকারপ্রধান বা প্রতিনিধিরা ওই দিনের বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে গৃহীত বিবৃতিতে উল্লেখ করা হয়, সব আমেরিকান দেশকে সমান শর্তে আমেরিকার নবম শীর্ষসম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো উচিত এবং আয়োজক দেশ হিসাবে কিছু দেশকে বাদ দেওয়ার অধিকার যুক্তরাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্রের এই আচরণ এতদাঞ্চল, বিশ্বের চ্যালেঞ্জ ও নানা হুমকি মোকাবিলায় সহায়ক হবে না। যুক্তরাষ্ট্র তার আধিপত্যবাদী আচরণ দিয়ে ল্যাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে বিভাজন তৈরি করতে চায়।

 

বিবৃতিতে ভেনিজুয়েলা ও নিকারাগুয়ার বিরুদ্ধে একতরফা জোরপূর্বক ব্যবস্থা গ্রহণ করা এবং কিউবার বিরুদ্ধে আর্থ-বাণিজ্যিক ও আর্থিক অবরোধ আরোপ করে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়ম লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, আমেরিকান মহাদেশের দেশগুলোর উচিত পারস্পরিক সম্মানজনক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে প্রধান আঞ্চলিক সমস্যাগুলো কার্যকরভাবে সমাধান করা।

(লিলি/তৌহিদ)