প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর সাথে চীনের সম্পর্ক উন্নয়নের নীতিমালা তুলে ধরলেন ওয়াং ই
2022-05-27 10:50:49

মে ২৭: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর সাথে চীনের সম্পর্ক উন্নয়নের ৪-দফা নীতিমালা তুলে ধরেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) সলোমান দ্বীপপুঞ্জে সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকশেষে আয়োজিত এক সাংবাদিক  সম্মেলনে এ নীতিমালা তুলে ধরেন।

    ওয়াং ই বলেন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে ৪-দফা নীতিমালা অনুসরণ করে চীন। এই নীতিমালা হচ্ছে: প্রথমত, পারস্পরিক সমতায় অবিচল থাকা, যা দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ; দ্বিতীয়ত, পারস্পরিক সম্মান ও মর্যাদায় অবিচল থাকা, বিভিন্ন দ্বীপদেশের সার্বভৌমত্ব ও ভূভাগের অখণ্ডতাকে সম্মান করা, কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা; তৃতীয়ত, সহযোগিতার মাধ্যমে পারস্পরিক কল্যাণ অর্জনের নীতিতে অবিচল থাকা, দ্বীপদেশগুলোর সাথে আন্তরিক সহযোগিতা করে তাদের অর্থনীতি ও গণজীবিকার উন্নয়নে সহায়তা দেওয়া; চতুর্থত, উন্মুক্তকরণ ও সহনশীলতায় অবিচল থাকা।

    ওয়াং ই বলেন, ২০১৮ সালে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর নেতাদের সাথে বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। এর পর  বিগত কয়েক বছরে চীনের সাথে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর সম্পর্ক অনেক উন্নত হয়েছে। এতে দ্বীপদেশগুলো উপকৃত হয়েছে।  (সুবর্ণা/আলিম/মুক্তা)