ব্রিক্স শিক্ষামন্ত্রীদের সভা অনলাইনে অনুষ্ঠিত
2022-05-27 19:16:16


মে ২৭: চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ব্রিকস দেশসমূহের শিক্ষামন্ত্রীদের নবম সভা গতকাল (বৃহস্পতিবার) অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। 


সভায় এক ঘোষণা গৃহীত হয়েছে। এতে ব্রিকসভুক্ত দেশসমূহের শিক্ষা খাতে আগামিতে সহযোগিতার দিকনির্দেশনা প্রদান করা হয়। 


চীনা শিক্ষামন্ত্রী হুয়াই চিন পেং জানান, বৈশ্বিক বড় পরিবর্তনশীল পরিস্থিতি ও মহামারীর কারণে বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল। পাঁচটি দেশের নেতৃবৃন্দের দিকনির্দেশনা এসব দেশের অনেক খাতে নতুন অগ্রগতি এনেছে। 


তিনি জানান, ব্রিক্স দেশসমূহের সহযোগিতার গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে শিক্ষা। তাদের শিক্ষা বিভাগের উচিত ঐক্যবদ্ধভাবে সমন্বয় করা, একযোগে প্রচেষ্টা চালানো, ইতিবাচকভাবে আরো ঘনিষ্ঠ, ও উচ্চ গুণগত মানের শিক্ষা অংশীদারিত্বের সম্পর্ক সৃষ্টি করা, এবং একযোগে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠাকে এগিয়ে নেয়া। 

(আকাশ/এনাম/রুবি)