রুশ-ইউক্রেন সংঘর্ষে যুক্তরাষ্ট্রের দায় বিশ্বের কাছে খুবই স্পষ্ট
2022-05-27 18:48:21

মে ২৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (শুক্রবার) বলেছেন, ইউক্রেন সংকট নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য গভীরভাবে লক্ষ্য করেছে বেইজিং। তাঁর এই বক্তব্য প্রমাণ করেছে, রুশ-ইউক্রেন সংঘর্ষে যুক্তরাষ্ট্রের দায় বিশ্বের কাছে একেবারে স্পষ্ট।

 

জানা গেছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাভোস বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উস্কানিতে রুশ ও  ইউক্রেনের মধ্যে সংর্ঘষ হয়েছে। সংলাপ ও কূটনৈতিক পদ্ধতিতে রুশ-ইউক্রেন সংঘর্ষের সমাধানকে সমর্থন করে ইরান।

 

ওয়াং ওয়েন পিন বলেন, জাতিসংঘের ১৯০টি সদস্য দেশের মধ্যে ১৪০টি দেশ রাশিয়ার উপর কোন অবরোধ আরোপ করেনি। বিশ্বের অধিকাংশ দেশ একতরফা অবরোধ আরোপ ও গোষ্ঠীগত দ্বন্দ্ব সমর্থন করে না।

 

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত্ আন্তর্জাতিক সমাজের ন্যায্য ও বস্তুনিষ্ঠ কথায় কান দিয়ে ইউক্রেন সংকটে নিজের দায় নিয়ে চিন্তা করা এবং যত দ্রুত সম্ভব রাশিয়ার সঙ্গে সার্বিক আলোচনা শুরু করা। (শিশির/এনাম/রুবি)