রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ ইউরো অঞ্চলের আর্থিক সংকট বাড়াচ্ছে: ইসিবি
2022-05-26 11:55:13

মে ২৬: গতকাল (বুধবার) ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) এক প্রতিবেদনে বলেছে, রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের ফলে জ্বালানি ও পণ্যের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ইউরো অঞ্চলে মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়ছে এবং এতদঞ্চলের আর্থিক সংকট ক্রমশ ঘণীভূত হচ্ছে।

    প্রতিবেদনে বলা হয়, বাজারের দুর্বলতা আরও বাড়তে এবং জ্বালানি ও পণ্যের মূল্যে ওঠানামা তীব্রতর হতে পারে। এ ছাড়া, ইউরো অঞ্চলের প্রবৃদ্ধি হ্রাস পেলে ও মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হলে ইউরো অঞ্চলের আর্থিক সংকট তীব্রতর হবে।

    এদিকে ইসিবি’র ডেপুটি গভর্নর বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ অর্থনৈতিক কার্যক্রম ও আর্থিক ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থায় ইসিবি-কে নীতিগত সমর্থন বাড়াতে হবে। (প্রেমা/আলিম/ছাই)