২০২২ সালে চীনে খাদ্যশস্য উত্পাদন ৬৫ কোটি টন ছাড়াবে
2022-05-26 11:14:01

মে ২৬: চীনা কৃষিশিল্প ও গ্রাম মন্ত্রণালয়ের ঘোষণা অনুসারে, ২০২২ সালে চীনে খাদ্যশস্যের উত্পাদন ৬৫ কোটি টন ছাড়িয়ে যাবে।

চীন বহু জনসংখ্যার একটি বড় দেশ। দেশের ১৪০ কোটি মানুষের প্রতিদিন গড়ে ৭ লাখ টন খাদ্যশস্য, ৯৮ হাজার টন তেল, ১.৯২ মিলিয়ন টন শাকসবজি এবং ২.৩ লাখ টন মাংস লাগে।

২০২১ সালে মহামারী প্রতিরোধের পাশাপাশি চীনে খাদ্যশস্য উত্পাদনের পরিমাণ ছিল ৬৮ কোটি টন, যা একটি নতুন রেকর্ড। 

(ছাই/আলিম)