ইভিএম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নির্বাচন কমিশন
2022-05-25 19:28:47

ঢাকা, মে ২৫: আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনের –(ইভিএম) ব্যবহার বিষয়ে বিস্তারিত জানতে প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বৈঠকে বসেছে দেশের নির্বাচন কমিশন -ইসি। আজ বুধবার সকাল ১০ টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। রাজনৈতিক দল, সংবাদপত্র ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনের সঙ্গে বৈঠকের পর ইভিএম বিশেষজ্ঞদের সঙ্গে বসল ইসি।


নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার বিষয়ে রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের নানান ধরনের মত রয়েছে। সংসদের বাইরে থাকা প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি বরাবরই এই যন্ত্রের বিরোধিতা করে আসছে। এই ভোটযন্ত্র সম্পর্কে ভালোভাবে জানতে কাজী হাবিবুল আউয়াল কমিশন কারিগরি বিভিন্ন বিষয় আরও ভালোভাবে বুঝতেই বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেছে বলে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমগুলো ধারণা করছে।


তানজিদ/শান্তা