যুক্তরাষ্ট্র এখন দু’বছর আগের চেয়ে আরও বেশি দুর্বল: মার্কিন গণমাধ্যম
2022-05-25 16:40:23

মে ২৫: সম্প্রতি মার্কিন পপিউলার সায়েন্স ওয়েবসাইটের এক নিবন্ধে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতিদিন করোনায় মারা যাচ্ছে ৩০০ জন, যা দেশটিতে প্রতিদিন গাড়ি দুর্ঘটনায় নিহতের সংখ্যার তিনগুণ।

 

হোয়াইট হাউস জানিয়েছে, এ পর্যন্ত ১০ লাখ মার্কিনী মহামারিতে নিহত হয়েছে। পপিউলার সায়েন্স জানায়, ২০২০ সালে মহামারি নিয়ে বেশ কয়েকবার পূর্বাভাস দেয়া হয়েছে। তবে সে সব পূর্বাভাসের তুলনায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

 

তা ছাড়া, যুক্তরাষ্ট্র দু’বছর আগের তুলনায় বর্তমানে আরও দুর্বল হয়েছে। কমে যাওয়া ফেডারেল অর্থের কারণে ৩ কোটি ১০ লাখ মার্কিনী করোনা টেস্ট ও ভাইরাস প্রতিরোধক ওষুধ, এমনকি করোনা ভ্যাকসিন নিতে পারবে কিনা- তা নিয়ে শঙ্কায় রয়েছে।

 

(রুবি/এনাম/শিশির)