বাংলাদেশে মাংকিপক্সের রোগী শনাক্ত হয়নি: বিএসএমএমইউ ভিসি
2022-05-24 17:14:07

ঢাকা, মে ২৪: বাংলাদেশে এখনো মাংকিপক্সের  কোনো রোগী ধরা পড়েনি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার বিএসএমএমইউর সি ব্লকের ডা. মিল্টন হলে মাংকিপক্স নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন,  মাংকিপক্স ভাইরাস মোকাবিলায় প্রস্তুত আছে বাংলাদেশ। একই সঙ্গে দেশের মানুষকে যে কোনো ধরনের গুজব বা আতংক এড়িয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলতে হবে বলেও জানান তিনি।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, গুটিবসন্তের টিকা মাংকিপক্সের বিরুদ্ধে  ৮৫ শতাংশ সুরক্ষা দেয়। দুই সপ্তাহের মধ্যে অথবা সম্ভব হলে চারদিনের মধ্যে এই টিকা ব্যবহার করতে হবে।

সম্মেলনে বিএসএমএমইউর অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

হাশিম/শান্তা