জাতিসংঘ মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের সাথে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
2022-05-24 19:37:52


মে ২৪: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) কুয়াং চৌ সফররত জাতিসংঘ মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের সাথে বৈঠক করেছেন। 


ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং জনগণের সুন্দর জীবনের প্রত্যাশ পূরণকে আমাদের লক্ষ্য নির্ধারণ করেছেন। তাই মানবাধিকার উন্নয়নে চীন পাচঁটি বিষয়কে সবসময় গুরুত্ব দিয়ে আসছে। আর তা হলো:


১. জীবনের নিশ্চয়তাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আসছে চীন। ফলে মহামারী শুরুর পর চীন জনগণের জীবনকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আসছে। তাতে জনগণের জীবন ও সুস্থতা নিশ্চিত করা হয়েছে। 


২. উন্নয়নের অধিকারকে অগ্রাধিকার দেয় চীন। ফলে চরম দারিদ্র্য ইতোমধ্যে নির্মূল করেছে চীন। একশ-চল্লিশ কোটি চীনা জনগণ সার্বিকভাবে স্বচ্ছল সমাজে প্রবেশ করেছে। এটি একটি মাইলফলক। 


৩. নাগরিকদের বৈধ অধিকার ও কল্যাণ নিশ্চিত করাকে মৌলিক মিশন হিসেবে গ্রহণ করেছে চীন। 


৪. সংখ্যালঘুদের অধিকার ও কল্যাণ রক্ষাকে গুরুত্ব দিয়ে আসছে চীন। 


৫. জনগণের নিরাপত্তা নিশ্চিত করাকে দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে চীন। 

(আকাশ/এনাম/রুবি)