বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে তাইওয়ানসম্পর্কিত প্রস্তাব আবারও প্রত্যাখ্যাত
2022-05-24 12:23:53

মে ২৪: সম্প্রতি ৭৫তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন জেনিভায় আয়োজিত হয়। এর সাধারণ কমিটি ও পূর্ণাঙ্গ সম্মেলনে পৃথক পৃথকভাবে ‘পর্যবেক্ষক হিসেবে তাইওয়ানকে সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণের প্রস্তাব’ প্রত্যাখ্যান করা হয়।

চীনা প্রতিনিধি সম্মেলনে বলেন, তাইওয়ানসম্পর্কিত প্রস্তাবের কোনো আইনগত ভিত্তি নেই। জাতিসংঘের ২৭৫৮ নম্বর ধারা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২৫.১ নম্বর ধারা ‘এক চীননীতি’-র আইনগত ভিত্তি। তাইওয়ানকে ব্যবহার করে চীনের অগ্রগতি ঠেকিয়ে রাখার কোনো অপচেষ্টা সফল হবে না। (ছাই/আলিম)