বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা রক্ষায় এপেকের গুরুত্বারোপ
2022-05-24 16:43:03

মে ২৪: এপেক বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সম্মেলনের চেয়ারম্যান গতকাল (সোমবার) একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়, সম্মেলনে অংশগ্রহণকারীরা মহামারির পর অর্থনীতির পুনরুদ্ধারে নজর রাখছে এবং বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা রক্ষার মাধ্যমে উন্মুক্ত, শান্তিপূর্ণ, গতিশীল এবং স্থিতিস্থাপক আঞ্চলিক সম্প্রদায় গড়ে তোলবে।

 

বিবৃতিতে বলা হয়, বিশ্ব বাণিজ্য সংস্থা-কেন্দ্রিক এবং নিয়ম-ভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ।  এতদঞ্চলের অর্থনৈতিক সত্তাদের উচিত্ বাণিজ্য সহজীকরণ জোরদার করা, অপ্রয়োজনীয় বাণিজ্য বাধা এড়ানো, এবং শিল্পপ্রতিষ্ঠানকে উন্মুক্ত, নিরাপদ ও স্থিতিস্থাপক সরবরাহ চেইন তৈরি ও বজায় রাখতে সমর্থন করা।

 

আগামি নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য এপেক নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন করতে এবারের এ সম্মেলন আয়োজিত হয়। (শিশির/এনাম/রুবি)