‘বিশ্ব এক্সপো, ২০৩০’-এর আয়োজক হবার আবেদন করবে না মস্কো
2022-05-24 10:27:04

মে ২৪: মস্কো ২০৩০ সালের ‘বিশ্ব এক্সপো’-র আয়োজক হবার জন্য পূর্বনির্ধারিত আবেদনটি আর করবে না। বিষয়টি জানিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী ব্যুরোর মহাসচিব কেল কেনজেসকে ইতোমধ্যেই চিঠি দিয়েছেন রুশ প্রধানমন্ত্রী। গতকাল (সোমবার) রুশ সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়, এ সিদ্ধান্ত নেওয়া রাশিয়ার জন্য কঠিন ছিল। আশা করা যায়, ভবিষ্যতে বিশ্ব এক্সপো অরাজনৈতিক চরিত্র ফিরে পাবে।

    বিবৃতিতে আরও বলা হয়, পাশ্চাত্য ‘বিশ্ব এক্সোপো’-কেও রাশিয়ার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এ অবস্থায় আয়োজকদেশ নির্বাচনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় থাকবে—এমন সম্ভাবনা নেই বললেই চলে।

    উল্লেখ, চলতি বছরের ৭ই সেপ্টেম্বরের আগে ২০৩০ সালের বিশ্ব এক্সপো-র আয়োজকদেশ হবার জন্য আগ্রহী দেশগুলোকে আবেদন জমা দিতে হবে। আর ২০২৩ সালের শেষদিকে আয়োজকদেশ নির্বাচন করা হবে। (সুবর্ণা/আলিম/মুক্তা)