সৃজনশীলতার দিক থেকে বিশ্বে ১২তম চীন
2022-05-24 18:01:14

 

মে ২৪: গত ১০ বছরে চীন অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। এসময়ে চীন ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করে দীর্ঘকাল ধরে বিদ্যমান নানা সমস্যা সমাধান করেছে। ঐতিহাসিক অগ্রগতি অর্জনের পাশাপাশি মানুষের জীবনমানকে নতুন পর্যায়ে উন্নীত করেছে চীন।

 

 ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত চীন সৃজনশীলতাকে উন্নয়নের প্রথম চালিকাশক্তি হিসেবে গ্রহণ করেছে। এ ক্ষেত্রে যে ব্যয় করা হয়েছে, তা জিডিপি’র ১.৯১ শতাংশ থেকে ২.৪৪ শতাংশে উন্নীত হয়েছে।

 

ফলে সারা বিশ্বে সৃজনশীলতার দিক থেকে ৩৪ থেকে ১২তম স্থানে পৌঁছেছে চীন। চীনের দ্রুতগতির ট্রেন, ও চতুর্থ প্রজন্মের পারমাণবিক বিদ্যুত্সহ নানা প্রযুক্তি বিশ্বের প্রথম শ্রেণীতে স্থান পেয়েছে।

 

 

(রুবি/এনাম/শিশির)