তাইওয়ান নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের তীব্র নিন্দা চীনের
2022-05-24 17:45:06

মে ২৪: তাইওয়ান বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি যে অনুপযোগী মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে চীন।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (সোমবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন।

 

ওয়াং ওয়েন পিন বলেন, বিশ্বে কেবল একটি মাত্র চীন রয়েছে, আর তাইওয়ান হলো চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। গণপ্রজাতন্ত্রী চীন হচ্ছে একমাত্র বৈধ সরকার। তা হচ্ছে আন্তর্জাতিক সমাজের মতৈক্য এবং চীনের প্রতি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিশ্রুতি।

 

ওয়াং আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রকে একচীন নীতি এবং চীন-যুক্তরাষ্ট্র তিনটি যৌথ ইশতাহার মেনে চলার তাগিদ দেয়। যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদেরকে ভুল বার্তা না দেওয়া এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক ক্ষতিগ্রস্ত না করা।

(রুবি/এনাম/শিশির)