‘তাইওয়ান ইস্যুতে জাপানের ঐতিহাসিক অপরাধ ও দায় রয়েছে’
2022-05-23 18:48:31

মে ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র ও জাপানের তাইওয়ান ইস্যুতে দেয়া সাম্প্রতিক বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন।

 

তিনি বলেন, তাইওয়ানের তিয়াও ইউয়ু দ্বীপসহ  নানা বিষয়ে চীনের অবস্থান বরাবরই স্পষ্ট। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও জাপান বাগাড়াম্বর করে চীনের ভাবমূর্তি নষ্ট করছে। চীনের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের হস্তক্ষেপের তীব্র বিরোধীতা করে বেইজিং।


তিনি বলেন, গণতান্ত্রিক প্রগতিশীল পার্টি কর্তৃপক্ষ স্বাধীন তাইওয়ানের বিচ্ছিন্নতাকে উস্কে দিচ্ছে। সেসঙ্গে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ তাদের উস্কানি দিয়ে তাইওয়ান প্রণালীর দু’পারের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।

 

তিনি আরো বলেন, তাইওয়ান ইস্যুতে জাপানের চীনা জনগণের বিরুদ্ধে ঐতিহাসিক অপরাধ সংঘটনের দায় রয়েছে। তাই কথা ও কাজের বেলায় জাপানকে  আরও সতর্ক হওয়া উচিত। তারা যেন একই ভুল বার বার না করে। (শিশির/এনাম/রুবি)