‘ইউক্রেনের সঙ্গে বৈঠক কখনো প্রত্যাখ্যান করেনি রাশিয়া’
2022-05-23 15:26:42

মে ২৩: ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শীর্ষ পর্যায়ের বৈঠক কখনো প্রত্যাখ্যান করেনি মস্কো।  রুশ-ইউক্রেন সংলাপের রুশ প্রতিনিধি দলের নেতা এবং প্রেসিডেন্টের সহকারী গতকাল (রোববার) বেলারুশের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন।

 

তিনি বলেন, শীর্ষ বৈঠকের জন্য নানা দলিল প্রস্তুত করতে এবং চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের চেষ্টা চালাতে হয়। কেবল ছবি তোলার জন্য এ বৈঠক হয় না।

 

 এদিকে, ইউক্রেনের জাতীয় বার্তা সংস্থা দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের এক উপদেষ্টার বরাতে এদিন জানায়, রাশিয়া ইউক্রেনের যে ভূমি দখল করেছে, তার স্বীকৃতি দিয়ে কোনো চুক্তি স্বাক্ষর করবে না ইউক্রেন। ইউক্রেনের ভূখন্ড থেকে কেবল রাশিয়া সরে গেলেই শান্তি বৈঠক পুনরায় শুরু করা সম্ভব হবে।

 

 (রুবি/এনাম/শিশির)