মহামারির অজুহাতে তাইওয়ানের স্বাধীনতা অসম্ভব: চীন
2022-05-23 18:54:55

মে ২৩:  আসন্ন ৭৫তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে তাইওয়ানকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানোর প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে।

 

এ প্রসঙ্গে আজ (সোমবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং  ওয়েন পিন বলেন, একচীন নীতি হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন  মত এবং একে চ্যালেঞ্জ করা যাবে না।

 

চীনা মুখপাত্র আরও বলেন, সম্মেলনের আগে প্রায় ৯০টি দেশ চিঠির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে একচীন নীতি সমর্থনের কথা জানিয়েছে। চীন সরকার তাইওয়ানের স্বদেশীদের স্বাস্থ্যের উপর গুরুত্ব দেয়। তাই একচীন নীতির ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য খাতে তাইওয়ানের অংশগ্রহণের বন্দোবস্ত করে।

 

তিনি বলেন, করোনা মহামারি দেখা দেয়ার পর চীনের কেন্দ্রীয় সরকার তাইওয়ানকে ৪০০ বারের মতো মহামারী সম্পর্কে রিপোর্ট পাঠায় এবং গেল একবছরে তাইওয়ানের ৪৭ জন স্বাস্থ্য বিশেষজ্ঞকে ৪৪ বারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত অনুষ্ঠানে অংশগ্রহণের অনুমোদন দিয়েছে।

 

গণতান্ত্রিক প্রগতিশীল কর্তৃপক্ষকে বুঝতে হবে যে মহামারির অজুহাতে তাইওয়ানের স্বাধীনতা  অসম্ভব এবং কোন কোন দেশ স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে। চীনের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের হস্তক্ষেপ না করার তাগিদ দেয় বেইজিং।  (শিশির/এনাম/রুবি)