মার্কিন ডলার ও ইউরোর মাধ্যমে লেনদেন ত্যাগ করতে বেলারুশ প্রধানমন্ত্রীর আহ্বান
2022-05-23 11:50:25

মে ২৩: গত ২০শে মে বেলারুশের প্রধানমন্ত্রী রোমানগোলভচেঙ্কো সিআইএস দেশগুলোর নেতৃবৃন্দদের এক ভিডিও-সম্মেলনে বলেন, সকল সিআইএস দেশের উচিত মার্কিন ডলার ও ইউরোর মাধ্যমে লেনদেন ত্যাগ করা।

    তিনি বলেন, নিজেদের মুদ্রায় আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনা সুবিধাজনক এবং এতে অন্যান্য দেশের মুদ্রার বিনিময় হারের ওঠানামার নেতিবাচক প্রভাব এড়ানো সম্ভব। 

    উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাস থেকেই রাশিয়াকে রুবলে জ্বালানির দাম পরিশোধ করছে বেলারুশ। সিআইএসভুক্ত অন্যান্য  দেশও মার্কিন ডলার ও ইউরোভিত্তিক লেনদেন কাঠামোর বিকল্প নিয়ে কাজ করছে। (সুবর্ণা/আলিম/মুক্তা)