‘বিশ্বে কেবল একটি চীন রয়েছে; আর তাইওয়ান হচ্ছে চীনের একটি অংশ’
2022-05-23 19:13:01


মে ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, বিশ্বে একমাত্র একটি চীন রয়েছে,আর তাইওয়ান হচ্ছে চীনের একটি অংশ। 


তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের মুখপাত্রের তাইওয়ান-বিষয়ক বক্তব্যের বাস্তবতার সাথে কোনো মিল নেই। একচীন নীতি ও চীন-মার্কিন তিনটি যৌথ ইশতাহার যুক্তরাষ্ট্রকে মেনে চলতে হবে। 


তিনি বলেন, তাইওয়ান হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। তার সবচেয়ে মৌলিক বিষয় হচ্ছে একচীন নীতি। বিশ্বে একটি মাত্র চীন রয়েছে,আর তাইওয়ান হচ্ছে সেই চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। 


তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী চীনের সরকার হচ্ছে গোটা চীনকে প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার। এ হচ্ছে একচীন নীতির মৌলিক বিষয়। তা আন্তর্জাতিক সমাজের মতৈক্য এবং সম্পর্কের মৌলিক নীতি। 

(আকাশ/এনাম/রুবি)