নবনিযুক্ত ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
2022-05-22 17:07:53

মে ২২: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (শনিবার) নবনিযুক্ত ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোনাকে অভিনন্দন জানিয়েছেন।

 

অভিনন্দ বার্তায় ওয়াং ই বলেন, চীন ও ফ্রান্স হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং স্বাধীন বড় দুই দেশ। গেল ৫ বছরে দুদেশের নেতাদের কৌশলগত নেতৃত্বে চীন ও ফ্রান্সের সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীলভাবে এগিয়েছে এবং নানা ক্ষেত্রে সহযোগিতাও ফলপ্রসূ হয়েছে।

 

তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি গভীর ও জটিল পরিবর্তনের মুখে রয়েছে। চীন দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব দেয়। সম্প্রতি চীন ও ফ্রান্সের প্রেসিডেন্টের মধ্যে সফল ফোনালাপ হয়েছে, তা চীন-ফ্রান্স সম্পর্কের জন্য দিকনির্দেশনা দেয়।

 

তিনি আরো বলেন, “আমি পররাষ্ট্রমন্ত্রী কলোনার সঙ্গে ভাল কর্ম-সম্পর্ক গড়ে তুলতে চাই এবং দু’দেশের নেতাদের মতৈক্য বাস্তবায়ন করে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ বজায় রাখব। সেসঙ্গে চীন-ফ্রান্স সম্পর্ক উন্নয়নে নতুন অবদান রাখতে ইচ্ছুক আমি”। (শিশির/এনাম/রুবি)