ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেছেন ওয়াং ই
2022-05-20 11:22:37

মে ২০: গতকাল(বৃহস্পতিবার) সন্ধ্যায় চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সভাপতিত্ব করেছেন। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী প্যান্ডর, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঞ্জা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এতে উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি ভিডিও ভাষণ সম্প্রচার করা হয়। ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং ভাষণে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উচ্চ পর্যায়ের মূল‍্যায়ন করেছেন। তিনি নিরাপত্তা ও উন্নয়নের দুটি প্রধান বিষয় গভীরভাবে তুলে ধরেছেন এবং ব্রিকস রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। এই বৈঠক সফল করার জন্য দিকনির্দেশনা দিয়েছেন তিনি।

ওয়াং ই বলেন যে বিগত পাঁচ বছরে, ব্রিকস দেশের নেতাদের অধীনে, সবাই অভিন্ন উদ্বেগজনক প্রধান আন্তর্জাতিক ইস্যুতে একসঙ্গে কথা বলেছে এবং পাঁচটি দেশের অভিন্ন স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করেছে। বর্তমান জটিল পরিস্থিতিতে, সবাইকে সঠিক পথ চিনতে হবে, ঐক্যমত্য গড়ে তুলতে হবে এবং আত্মবিশ্বাসে বলীয়ান হতে হবে।

পররাষ্ট্রমন্ত্রীবর্গ মহামারী মোকাবিলা ও বিশ্বের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চীনের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। তাঁরা মহামারী প্রতিরোধ, বাণিজ্য, স্বাস্থ্য, সংস্কৃতি ইত্যাদির খাতে সহযোগিতা জোরদার করা এবং জাতিসংঘের ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়নের এজেন্ডা বাস্তবায়নে আগ্রহ পোষণ করেন।