ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানে তুরস্কের আপত্তি
2022-05-20 12:16:39

মে ২০: গতকাল (বৃহস্পতিবার) তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আবারও বলেছেন, তাঁর দেশ ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো জোটে যোগদানে আপত্তি জানায়।

 

এদিন এক অনুষ্ঠানে তিনি ফিনল্যান্ড ও সুইডেনের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি- পিকেকে, সিরিয়ার কুর্দি সশস্ত্র ‘পিপলস প্রোটেকশন ইউনিট’ ও ‘গুলেন আন্দোলন’সহ বিভিন্ন সংস্থায় সমর্থন দেওয়ার বিষয়ে অভিযোগ করেন।

 

জানা গেছে, শিগগিরি ফিনল্যান্ড ও সুইডেনের প্রতিনিধিদল তুরস্কে গিয়ে দেশটির সঙ্গে ন্যাটো যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করবে। নিয়ম অনুযায়ী, ন্যাটোর ৩০টি সদস্য দেশ একমত হলে নতুন সদস্য নেওয়া যায়। সম্প্রতি তুরস্ক বার বার ঘোষণা করেছে, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিলে পিকেকে ও ‘গুলেন আন্দোলন’কে সমর্থন বন্ধ করা এবং তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাতিল করতে হবে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)