কোভিডে ১০ লাখ মানুষের মৃত্যু মার্কিন সিস্টেমের ব্যর্থতার পরিচায়ক: সিএমজি সম্পাদকীয়
2022-05-20 16:37:53


মে ২০: করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে ১০ লক্ষাধিক মানুষের মৃত্যু শুধু একটি ‘দুঃখজনক মাইলফলক’ নয়, বরং আমেরিকান সিস্টেমের ব্যর্থতারও পরিচায়ক।

যুক্তরাষ্ট্রে উন্নত চিকিত্সা-প্রযুক্তি, অসংখ্য চিকিত্সক, ও হাসপাতাল-ক্লিনিক রয়েছে। দেশটির জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৪.৩ শতাংশ। অথচ বিশ্বব্যাপী কোভিডে মৃত্যুর ১৬ শতাংশ ঘটেছে এই দেশে। দেশটির প্রশাসন জনগণের মঙ্গল নিশ্চিত করতে প্রয়োজনীয় সম্পদ বরাদ্দ দিতেও ব্যর্থতার পরিচয় দিয়েছে।

মার্কিন মিডিয়ার রিপোর্ট অনুসারে, যুক্তরাষ্ট্রে মহামারীতে মৃতের ৭৩ শতাংশের বয়স ৬৫ বছর বা তারচেয়ে বেশি। ‘ওয়াশিংটন পোস্ট’ মন্তব্য করেছে যে, যুক্তরাষ্ট্র মহামারীতে ভুগছে ‘এই ভেবে যে, বয়স্করা লালন-পালনের যোগ্য নয়’; মহামারীতে হাজার হাজার ‘নতুন কোভিড অনাথ’ সৃষ্টি হয়েছে, যাদের বেশিরভাগই সংখ্যালঘু পরিবার থেকে এসেছে; যুক্তরাষ্ট্রে কোভিডে মৃত্যুর ঝুঁকি শ্বেতাঙ্গদের তুলনায় কালোদের অনেক বেশি। বৃদ্ধ, তরুণ, ও জাতিগত সংখ্যালঘু—এই জনগোষ্ঠীগুলো আগেই আমেরিকান সমাজে প্রান্তিক অবস্থানে ছিল। এখন মহামারীর কারণে তাদের জীবন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মহামারীর ফলে ‘মানবাধিকার’ ও ‘সমতা’ যে ‘আমেরিকান মিথ’, তা প্রমাণিত হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)